728x90 AdSpace

Latest News

Tuesday, 17 December 2019

বর্ধমানে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের দাবি সহ ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামী শিক্ষাবর্ষ থেকে পুর্ব বর্ধমান জেলায় প্রস্তাবিত ৯৫ টি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে পঠন- পাঠন চালু, প্রতিটি ব্লকে সাঁওতালি ভাষায় ডিএলএড ও বি এড চালু সহ মোট ৯ দফা দাবীকে সামনে রেখে বুধবার বিক্ষোভ দেখালো আদিবাসী সোশিও এডুকেশনাল এন্ড কালচারাল এসোসিয়েশন তথা আসেকার পুর্ব বর্ধমান জেলা শাখা। 

এদিন বর্ধমান ষ্টেশন থেকে মিছিল করে জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভে বসেন তাঁরা। একইসঙ্গে এদিন জেলাশাসকের কাছেও একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন এই মিছিল থেকে এন আর সি নিয়েও প্রতিবাদের আওয়াজ তোলা হয়। এন আর সির নাম করে কাউকে তাড়ানো হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি  দেওয়া হয়।
বর্ধমানে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের দাবি সহ ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top