728x90 AdSpace

Latest News

Saturday, 7 December 2019

ফের বর্ধমানের তিনকোণিয়া বাসস্ট্যাণ্ডকে চালুর দাবী


ফোকাস বেঙ্গল,বর্ধমান: বর্ধমানের তিনকোণিয়া বাসস্ট্যাণ্ডকে পুনরায় চালু করার দাবী তুলল পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্স। শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক চন্দ্রবিজয় যাদব জানিয়েছেন, বর্ধমান শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে বর্ধমান শহরের তিনকোণিয়া বাসস্ট্যাণ্ডকে তুলে দেওয়া এবং ক্রিসক্রস বাস পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল বর্ধমান শহরে ষ্টেশন এলাকায় ফ্লাইওভার তৈরীর পর তিনকোণিয়া বাসস্ট্যাণ্ড চালু এবং শহরের জিটিরোড দিয়ে ক্রিসক্রস বাস পরিষেবা চালু করা হবে। 

সম্প্রতি চালু হয়েছে ফ্লাইওভার। তাই তাঁরা তিনকোণিয়া বাসস্ট্যাণ্ডকে চালু করা এবং শহরের ক্রিসক্রস বাস পরিষেবা চালু করার দাবী জানাচ্ছেন। তিনি জানিয়েছেন, এই দুটি পরিষেবা বন্ধ করে দেওয়ার পর শহরের ব্যবসার পরিস্থিতি ভয়ংকর রকম খারাপ হয়ে গেছে। অনেক দোকান বন্ধ হয়ে গেছে। তাই পুনরায় তাঁরা এই দাবী জানাচ্ছেন। প্রশাসন ব্যবস্থা না নিলে তাঁরা হাইকোর্টে মামলাও দায়ের করবেন বলে তিনি হুমকি দিয়েছেন এদিন। এদিন বর্ধমান তিনকোণিয়া বাসস্ট্যাণ্ডেই এই সংগঠনের একটি সভাও অনুষ্ঠিত হয়।
ফের বর্ধমানের তিনকোণিয়া বাসস্ট্যাণ্ডকে চালুর দাবী
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top