
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: চলন্ত অবস্থায় ট্র্নে ওঠবার সময় পড়ে গিয়ে কাটা পড়ে মারা গেলেন রেলেরই এক অবসরপ্রাপ্ত কর্মী। মৃত ব্যক্তির নাম রেনুপদ দাস(65)। বাড়ি বর্ধমানের খাঁ পুকুর এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বর্ধমান রেল স্টেশনের 1 নং প্লাটফর্মে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে।
রেল ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে 8 টা নাগাদ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে 1 নং প্লাটফর্মে ঢোকে। 8 টা 35 মিনিটে ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাবার সময় তাড়াহুড়ো করে দৌড়ে চলন্ত অবস্থায় ট্রেনে ওঠবার চেষ্টা করেন রেনুপদ বাবু। এই সময় হাত ফস্কে পা হড়কে ট্রেনের নীচে চলে যান তিনি। প্লাটফর্মে উপস্থিত যাত্রীদের চিৎকারে কিছুটা এগিয়ে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে গেলেও রেনুপদ বাবুকে বাঁচানো যায়নি।
বর্ধমান জিআরপি ওসি দীপ্তেস চক্রবর্তী জানিয়েছেন, রেনুপদ দাস রেলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। 2010 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি রেলের ড্রাইভার ছিলেন। দীপ্তেস বাবু জানিয়েছেন, রেনুপদ দাসের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রেনুপদ বাবুর পরিবারের লোক জানিয়েছেন, এদিন তিনি রামপুরহাটে তাঁর দেশের বাড়ি যাবার জন্য ট্রেন ধরতে এসেছিলেন।
0 comments:
Post a comment