ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসের সামনে বিজেপির বিক্ষোভ এবং বুদবুদ থানার মানকড়ে ডা. বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙার প্রতিবাদে সোমবার বিকালে বর্ধমান জেলা যুবকংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হল বর্ধমান শহরের কার্জনগেটের সামনে জিটিরোডে। জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্বে এদিন এই বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন এআইসিসি সদস্য অভিজিত ভট্টাচার্য, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় খান, কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদস্য সৈয়দ বদরুদ্দোজা, জেলা কংগ্রেস নেতা রণজিত শীল সহ কংগ্রেস কর্মীরা। কার্জন গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশে নরেন্দ্রমোদির কুশপুতুলও দাহ করা হয়। পরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য রুখতে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপিও দেওয়া হয়।
Monday, 18 November 2019
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a comment