728x90 AdSpace

Latest News

Thursday, 14 November 2019

বর্ধমানে পালিতপুরে ম্যাঙ্গানিজ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল বর্ধমান সদর থানার অন্তর্গত পালিতপুর এলাকার একটি ম্যাঙ্গানিজ কারখানার একটি ইউনিট। যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কতৃপক্ষের তরফ থেকে সঠিক ভাবে কিছু জানানো না হলেও কর্মরত শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


কারখানার শ্রমিক বারিন্দ্র যশ জানিয়েছেন, এদিন সকাল 8 টা নাগাদ কারখানার উৎপাদন চলাকালীন বয়লারের আগুন ছিটকে পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমারে গিয়ে পড়লে সেটিতে আগুন ধরে যায়। সেখান থেকেই আগুন ছড়িয়ে পরে পাশের আরো দুটি ট্রান্সফরমারে, আগুন লেগে যায় গোটা ইউনিটে। বারিন্দ্র যশ জানিয়েছেন, কারখানার তিনটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এই অগ্নিকান্ডে।


শ্যাম ফেরো আল্যয় স্টিল কারখানার আধিকারিক দীপক সেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো শ্রমিক আহত হয়নি, তবে ম্যাঙ্গানিজ থেকে আয়রন নিষ্কাশনের একটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।
বর্ধমানে পালিতপুরে ম্যাঙ্গানিজ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top