Headlines
Loading...
জমে উঠেছে রাজ্য চারুকলা উৎসব, নন্দনে ভিড় চারুশিল্পীদের

জমে উঠেছে রাজ্য চারুকলা উৎসব, নন্দনে ভিড় চারুশিল্পীদের


এম কৃষ্ণা,কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর সিটি অব জয় এখন জমে উঠেছে রাজ্য চারুকলা উৎসবকে ঘিরে ৷ রাজ্য চারুকলা পর্ষদ ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে কলকাতার রবীন্দ্রসদনে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় ৷ চারুশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের বিভিন্ন শিল্প কর্ম প্রদর্শনী চলছে নন্দন, গগনেন্দ্র প্রদর্শনশালায় ৷ 

হস্ত শিল্প প্রদর্শনীর পাশাপাশি চলছে তথ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ৷ বিভিন্ন শিল্পীদের পাশাপাশি সাধারন মানুষের ভিড় এখন নন্দন চত্বরে। অংশ নিয়েছে বেঙ্গল কনটেম্পোরারী, দ্য ফ্রেম, দ্য ফ্রেম কলকাতা,স্পেকট্রাম আর্টস, হরাইজন গ্রুপ, কলেজ অব ভিজুয়াল আটর্স এর মতো সংস্থা। নিজস্ব স্টলে চলছে তাঁদের প্রদর্শনী।


রাজ্য সরকারের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এসপি আই.বি তথা শিল্পী দ্যুতিমান ভট্টাচার্য ৷ তিনি মনে করেন চারুশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের কাছে এটা একটা বিরাট প্লাটফর্ম। বিভিন্ন শিল্পীদের স্ব স্ব প্রতিভা প্রকাশের জন্য এই ধরণের উৎসব খুবই প্রেরণাদায়ক।
এক কথায় শিল্পীদের মেল বন্ধনের উৎসব ৷ উৎসব প্রাঙ্গন ঘুরে দেখে বিভিন্ন শিল্পীদের কাজের প্রশংসা করেন প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেন সহ অনেকে ৷ এই উৎসব চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});