728x90 AdSpace

Latest News

Tuesday, 19 November 2019

টোটো নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না - ইফতিকার আহমেদ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গত ১৬ নভেম্বর বর্ধমান শহরে জিটিরোড দিয়ে নিয়ম ভেঙে টোটো চালানোয় কয়েকটি টোটোকে ভাংচুর করার ঘটনায় নিজেদের অবস্থান বদল করল তৃণমূল কংগ্রেস সমর্থিত টোটো চালক ইউনিয়ন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ওই সংগঠনের সভাপতি ইফতিকার আহমেদ জানিয়েছেন, যে সমস্ত টোটো ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউনিয়নের পক্ষ থেকে তার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। 

তিনি জানিয়েছেন, নিয়ম ভেঙেই সেদিন টোটো চালকরা জিটিরোড দিয়ে যাতায়াত করেছে। একইসঙ্গে তাদের আবেদন, টোটো চালকরা যেমন আইন মেনে চলুক তেমনি পুলিশ নিয়ম মেনেই কাজ করুক। এই ধরণের অভিযান লাগাতার করার আবেদন জানিয়ে ইফতিকার আহমেদ জানিয়েছেন, তাঁদের এই সমস্যা মিটে গেছে। কিন্তু কেউ কেউ এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছে। তাঁরা সেটা বরদাস্ত করবেন না।
টোটো নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না - ইফতিকার আহমেদ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top