ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গত রবিবার বর্ধমান শহরের গোদা খন্দকর পাড়ায় একটি গর্ভবতী কুকুরের গায়ে আগুন ধরিয়ে সেই কুকুরটি এবং তার সদ্যজাত সন্তান দের মেরে ফেলার ঘটনায় বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত আসিয়া বিবি নামে এক মহিলাকে মঙ্গলবার গ্রেফতার করেছে।
এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র জানিয়েছেন, পশুপ্রেমী একটি সংগঠনের অভিযোগের ভিত্তিতে আগুন দিয়ে একটি কুকুর এবং তার সদ্যজাত বাচ্চাদের মেরে ফেলার ঘটনায় তদন্ত করে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি পুলিশের এই ভূমিকায় খুশি পশুপ্রেমী সংগঠনটির সদস্যরা। এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে সংগঠটির পক্ষে অর্ণব দাস জানান, এই গ্রেফতারে অবলা পশুদের ওপর যারা অত্যাচার করেন তারা সচেতন হবেন। অভিযুক্ত গ্রেফতার হওয়ায় আমরা খুশি।
যদিও অভিযুক্ত আসিয়া বিবি এদিন সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, কুকুরের উৎপাত থেকে তার মুরগি কে বাঁচানোর জন্য আগুন জ্বালিয়ে কুকুর তাড়ানোর ব্যবস্থা করতে চেয়েছিলেন। কিন্তু তার জন্য কুকুরটির এত বড় ক্ষতি হবে বুঝতে পারেননি।