728x90 AdSpace

Latest News

Sunday, 10 November 2019

বেসরকারী উদ্যোগে বর্ধমানে নার্সারী শিক্ষকদের ট্রেনিং ইনষ্টিটিউট


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ইদানিং সর্বত্র তৈরী হচ্ছে নার্সারী স্কুল। কিন্তু সেই সমস্ত স্কুলে যাঁরা শিক্ষক শিক্ষিকা তাঁরা প্রকৃত অর্থে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য বাস্তবে কতটা শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর এই শিশুদের প্লে গ্রুপ পর্যায় থেকে কে জি পর্যায়ের স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত পদ্ধতিতে প্রশিক্ষিত করার জন্য বর্ধমান শহরে চালু হল চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন একাডেমী। এই কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পাশ করার পর নার্সারি ও কিন্ডার গার্টেন স্কুলগুলিতে চাকরীর সুযোগ রয়েছে। 

রবিবার বর্ধমানের চৌধুরী মার্কেটে এই নতুন সেন্টারের কর্নধার তীর্থ দে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তাঁরা দেখেছেন বহু স্কুল চলছে প্রকৃত প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ছাড়াই। অথচ এই শিশুদের বৃদ্ধির সময়ে তাদের শিক্ষা দেবার ক্ষেত্রে প্রশিক্ষিত হওয়া জরুরী। আর তাই এই ট্রেনিং সেন্টার করা হল। সপ্তাহের শনি ও রবিবার দুদিন এই প্রশিক্ষণ চলবে। কোর্সের খরচ ২৫০০০ টাকা। প্রশিক্ষণের শেষে তাদের চাকরীর সুযোগ সৃষ্টির চেষ্টাও করা হবে বলে জানিয়েছেন তীর্থবাবু।
বেসরকারী উদ্যোগে বর্ধমানে নার্সারী শিক্ষকদের ট্রেনিং ইনষ্টিটিউট
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top