728x90 AdSpace

Latest News

Sunday, 10 November 2019

বর্ধমানে গুরু নানকের 550 তম জন্মদিন পালিত হল মহা সমারোহে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার বর্ধমান শহরে গুরু নানকের ৫৫০ তম জন্মদিন পালিত হল মহা সমারোহে। এদিন বাজেপ্রতাপপুর থেকে একটি শোভাযাত্রা গুরু গ্রন্থসাহেবকে নিয়ে বর্ধমান শহরের গড়গড়াঘাটের গুরুদুয়ারায় হাজির হয়। এবছর গুরু নানকের ৫৫০ তম জন্মদিনকে কেন্দ্র করে গত এক বছর ধরেই গোটা বিশ্বজুড়েই বিভিন্ন অনুষ্ঠান কর্মসুচী পালিত হচ্ছে। গুরু নানকের জন্মস্থান বর্তমান পাকিস্থানে এই জন্মদিবসকে কেন্দ্র করে ভক্তদের আসা যাওয়ার বাধা শিথিল করা হয়েছে। 


উল্লেখ্য, কথিত আছে, গুরু নানক পুরী যাবার পথে বর্ধমানের এই গড়গড়াঘাট গুরুদুয়ারায় বিশ্রাম করেন। গুরু নানকের পদধুলি ধন্য এই স্থানকে তাই অত্যন্ত শ্রদ্ধার সংগে দেখেন শিখ সম্প্রদায়ের মানুষজন।  গুরু নানকের এই জন্মদিবসকে ঘিরে গুরুগ্রন্থ পাঠ, পুজা অর্চনার আয়োজন করা হয়েছে।
বর্ধমানে গুরু নানকের 550 তম জন্মদিন পালিত হল মহা সমারোহে
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top