Headlines
Loading...
পৌষালি উৎসব কমিটির চতুর্থ বর্ষ বর্ধিত বার্ষিক সভা

পৌষালি উৎসব কমিটির চতুর্থ বর্ষ বর্ধিত বার্ষিক সভাফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: "পৌষালী" বাজেপ্রতাপপুর মিলন উৎসব কমিটির চতুর্থ বর্ষের বর্ধিত সভা অনুষ্ঠিত হল বর্ধমানের বিধানসংঘ ময়দানে।মঙ্গলবার এই সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মহঃ আলি,সম্পাদক নুরুল আলম (সাহেব),সংস্কৃতি সম্পাদক পলাশ নাগ সহ অনান্য সদস্য ও বৃহত্তর বাজেপ্রতাপপুরের শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী গন।

সভায় পৌষালী ২০২০ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে পৌষালীর সদস্যপদ, আগামী পরিকল্পনা ও অথিতি হিসাবে কাদের আনা হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সম্পাদক নুরুল আলম (সাহেব) জানান"পৌষালী"২০২০ -র পক্ষ থেকে এবছর এলাকাবাসীদের উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্স ও একটি স্বর্গরথ উদ্বোধন করা হবে। যা এলাকায় বসবাসকারী নাগরিকদের প্রভূত উপকারে আসবে। সভায় সদস্য,শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী দের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});