

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুরুবার সকালে বর্ধমানের দামোদর কোল্ড স্টোর নার্স কোয়াটার এলাকায় এক মাঝবয়সী অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় এলাকাবাসীর কাছে খবর পেয়ে পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
স্থানীয় চায়ের দোকানি জরিনা দাস জানিয়েছেন, ওই ব্যক্তি সকালেও সুস্থ ছিলেন। তার দোকান থেকে চা, বিস্কুট খেয়েছিলেন। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি তার নাম, ঠিকানা কিছুই জানাতে পারেননি। তবে প্রাথমিক ভাবে ওই ব্যক্তিকে ভবঘুরে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। জরিনা দাস জানিয়েছেন, পাশের কল থেকে দোকানের জন্য জল নিয়ে ফিরে এসে দেখেন ওই ব্যক্তি মুখ নীচে করে মাটিতে শুয়ে আছেন। কাছে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আশপাশের লোকেদের ডাকলে তারা দেখেন ওই ব্যক্তি মারা গেছেন। সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে যায়।