728x90 AdSpace

Latest News

Tuesday, 12 November 2019

বর্ধমানে মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর কাদা - দুধ, গোলাপের পাঁপড়ি দিয়ে ধুয়ে দিলেন তৃণমূল কর্মীরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সোমবার রাতের অন্ধকারে বর্ধমান শহরের ষ্টেশন এলাকায় জেলা খাদ্য ভবনের সামনে লাগানো তৃণমূল নেত্রীর ছবি সহ ব্যানারে গোবর ও কাদা লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে এই ঘটনায় জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি ইফতিকার আহমেদের নেতৃত্বে ওই সমস্ত পোষ্টার,ব্যানারকে দুধ ও ফুলের পাপড়ি দিয়ে পরিষ্কার করা হয়। 

ইফতিকার আহমেদ এদিন জানিয়েছেন, বিজেপির দুষ্কৃতিরা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। তিনি জানিয়েছেন, এদিন প্রায় ১০ লিটার দুধ ও গোলাপের পাপড়ি দিয়ে পরিস্কার করে দেওয়া হয় ব্যানার ও ফেস্টুনে লাগানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখ। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ এনে দেওয়া জননেত্রী মমতা ব্যানার্জী তাদের কাছে মাতৃসম তাই এই শুদ্ধীকরণ বলে এদিন জানিয়েছেন ইফতিকার আহমেদ।
বর্ধমানে মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর কাদা - দুধ, গোলাপের পাঁপড়ি দিয়ে ধুয়ে দিলেন তৃণমূল কর্মীরা
  • Title : বর্ধমানে মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর কাদা - দুধ, গোলাপের পাঁপড়ি দিয়ে ধুয়ে দিলেন তৃণমূল কর্মীরা
  • Posted by :
  • Date : November 12, 2019
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top