
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৩ বাংলা দলের মহিলা নির্বাচক ও তাঁদের গাড়ির চালককে দেখতে রবিবার সন্ধ্যায় বর্ধমান ঘুরে গেলেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া। এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই দুর্ঘটনার বিষয়ে সিএবি গভীরভাবে চিন্তিত। আহতদের বিষয়ে সবরকমের উন্নত চিকিৎসা দেবার জন্য তৈরী। তিনি এদিন জানিয়েছেন, আহতদের মধ্যে পূর্ণিমা চৌধুরী জেনারেল বেডেই রয়েছেন। বাকি ৩জন এখনও আইসিসিইউতে রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা আপাতত স্বাভাবিক রয়েছেন।
অভিষেক জানিয়েছেন, তাঁরা দ্রুততার সঙ্গেই আহতদের কলকাতায় স্থানান্তরিত করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আহতদের শারীরিক অবস্থা ঠিক থাকলে সোমবার সকালেই তাঁদের কলকাতার কোনো ভালো কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, এদিন এই দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও খোঁজখবর নেন।
0 comments:
Post a comment