ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে শনিবার মেমারী ২ ব্লকের অন্তর্গত বোহারের আদিবাসী অধ্যষিত এলাকায় একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শুভঙ্কর বিশ্বাস, পার্শ আইনি সেচ্ছাসেবক অমলেন্দু ঘোষ ও বিশ্বদীপ কার্ফা প্রমুখ।
এই শিবিরে প্রায় ৩০০ জন তপসিলী জাতি, উপজাতির মানুষের পাশাপাশি আইনি সমস্যায় ভুক্তভোগী বহু মানুষ উপকৃত হয়েছেন। সচিব শুভঙ্কর বিশ্বাস আশা প্রকাশ করেছেন, এই ধরণের সচেতনতা শিবিরের মাধ্যমে সাধারন মানুষ তাদের প্রাপ্য অধিকার আইনি পথে বুঝে নিতে আরও বেশি সচেতন হবেন।