ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালশিট টোল প্লাজায় শবযাত্রীদের গাড়ি আটকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল টোল প্লাজার এক কর্মীকে।
জানা গেছে, শনিবার দুপুরে মৃতদেহ নিয়ে দুটো গাড়িতে কলকাতা থেকে বেনারস যাচ্ছিল যাত্রীরা। মৃতদেহের গাড়ি বেরিয়ে যাওয়ার পর চারচাকা গাড়িতে থাকা যাত্রীরা টোল দিতে দাঁড়ায়। টাকা দেওয়া সত্ত্বেও তাদের রসিদ না দিয়ে পাশে গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করতে বলা হয়। যাত্রীরা তার প্রতিবাদ করলে টোল প্লাজার কর্মীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। চালককে মারধর করে গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
এই ঘটনায় মেমারি থানায় অভিযোগ দায়ের করলে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে টোল প্লাজার এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। টোল প্লাজা কর্তৃপক্ষ অবশ্য মারধর বা ভাঙচুরে তাদের কেউ জড়িত নয় বলে দাবি করেছে।