728x90 AdSpace

Latest News

Wednesday, 2 October 2019

বর্ধমানের সারদা আশ্রমে অষ্টমীর সন্ধিপূজোয় হাজির হয় কালো ভ্রমর


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের সারদা আশ্রমে দুর্গাপুজোর সংকল্প হয় সারদাদেবীর নামে। শুধু তাই নয়, এখনও প্রতিবছর দুর্গাপুজোর সময় সন্ধিপুজোয় একটি কালো ভ্রমর এসে সামনে হাজির হয়। সন্ধিপুজো শেষ হলে সে আপনমনেই চলেও যায়। বর্ধমান সারদা আশ্রমের এই ঘটনা দুর্গাপূজোর মাহাত্ম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। 

বর্ধমান সারদা আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গেশানন্দ মহারাজ জানিয়েছেন, এই আশ্রমেই সারদা মায়ের দেবীর নিচে রয়েছে সারদাদেবীর চুল ও নখ। তার ওপরেই তৈরী হয়েছে সারদা মায়ের বেদী। তিনি জানিয়েছেন, সারদা আশ্রমে দুর্গাপুজো হয় বৃহৎ নন্নিকেশর পুরাণ মতে। অত্যন্ত নিয়ম ও নিষ্ঠার সঙ্গে বেলুড় মঠের আদর্শ মেনেই সারদা আশ্রমে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। বিজয় দশমীর দিন মহারাজদের নৃত্য আলাদা মাত্রা জোগায় এই পুজোর ক্ষেত্রে।
বর্ধমানের সারদা আশ্রমে অষ্টমীর সন্ধিপূজোয় হাজির হয় কালো ভ্রমর
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top