ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পৃথক পৃথক ঘটনায় বর্ধমান ষ্টেশনের জিআরপি দুটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে। শনিবার সকাল প্রায় ৮টা নাগাদ বর্ধমানের শক্তিগড় ষ্টেশনে বছর পঁয়তাল্লিশের এক মহিলা ডাউন লাইনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। রেল পুলিশ এখনও তাঁর পরিচয় জানতে পারেননি। মৃতের পরণে দুটি নাইটি ছিল বলে জানা গেছে।
অন্যদিকে, এদিন সকালে বর্ধমান ষ্টেশনের ৫নং প্লাটফর্মে আসা একটি ট্রেনের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে জিআরপি। প্রাথমিকভাবে অনুমান চিকিৎসার প্রয়োজনেই ওই ব্যক্তি আসানসোল থেকে বর্ধমানে আসছিলেন। ট্রেনের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এদিন দুটি দেহই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
0 comments:
Post a comment