728x90 AdSpace

Latest News

Thursday, 3 October 2019

বর্ধমানের রেনেসাঁ টাউনসিপ সার্বজনীন উৎসব উদযাপন কল্যাণ সমিতির আবাসিকদের পুজোকে ঘিরে উন্মাদনা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এবছর বর্ধমানের রেনেসাঁ টাউনসিপ সার্বজনীন উৎসব উদযাপন কল্যাণ সমিতির আবাসিকদের পুজোকে ঘিরেও উন্মাদনা এখন তুঙ্গে। রীতিমত কর্পোরেট কালচারের মতই পুজোর সবকিছু হলেও পুজোর নবমী দিন তাঁরা ফিরে যাচ্ছেন একদম ট্রিপিক্যাল বাঙালিয়ানায়। 

কমিটির যুগ্ম সম্পাদক সুজিত মালিক জানিয়েছেন, দ্বিতীয় বছরে পা দিল তাঁদের এই পুজো। পুজোর বাজেট সবমিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকা। ষষ্ঠী থেকে দশমী এই পুজো কমিটির মধ্যে থাকা ১৫০ পরিবার অংশ নেন এই পুজোয়। সত্যিই কি মহিলারা দশভূজা - তার জন্য পরীক্ষাও নেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে জোটে পুরষ্কারও। 

মহিলাদের জন্য দশভূজা এই প্রতিযোগিতায় একজন মহিলাকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হয় একাধিক কাজ। কতটা তিনি করতে পারলেন – সেটাই যাচাই করা হয় দশভূজা প্রতিযোগিতায়। সুজিতবাবু জানিয়েছেন, পুজোর দিনগুলিতে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর পাশাপাশি নবমীর দিন প্রত্যেককে কাঁসার থালা, বাটি, গ্লাসে খেতে দেওয়া হয় বাঙালিয়ানাকে ধরে রাখতেই। সকালের প্রাতঃরাশ থেকে রাতের ডিনার সব ব্যবস্থাই করা হয় ক্যাটারারের মাধ্যমে।
বর্ধমানের রেনেসাঁ টাউনসিপ সার্বজনীন উৎসব উদযাপন কল্যাণ সমিতির আবাসিকদের পুজোকে ঘিরে উন্মাদনা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top