ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিজয়া দশমীর দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শিক্ষক ও তাঁর গর্ভবতী স্ত্রী সহ পুত্রকে নৃশংস্য খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানালো বিজেপির টিচার্স সেলের বর্ধমান সদর শাখা। শুক্রবার বর্ধমান টাউন হল থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তাঁরা। সংগঠনের আহ্বায়ক রাধাকান্ত রায় জানিয়েছেন, ঘটনার পর কেটে গেছে ৭২ ঘন্টা। কিন্তু এখনও খুনীর টিকি ছুঁতে পারেনি পুলিশ। এই ঘটনায় গোটা রাজ্যের শিক্ষককুল ভয়ানকভাবেই আতংকিত হয়ে পড়েছেন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারীও দিয়েছেন এদিন রাধাকান্তবাবুরা।