Headlines
Loading...
বর্ধমানে নিজের ড্রাইভারের হাতে খুন চিকিৎসক পত্নী, গ্রেফতার চালক

বর্ধমানে নিজের ড্রাইভারের হাতে খুন চিকিৎসক পত্নী, গ্রেফতার চালক

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: 
বর্ধমান সদর থানার ঢিল ছোঁড়া দূরত্বে ভর দুপুরে খোসবাগান, তুলা লেনে নিজের গাড়ির দীর্ঘদিনের চালকের হাতে খুন হয়ে গেলেন শহরের চিকিৎসক সুব্রত নাগের পত্নী মৌসুমী নাগ(৫৬)। পাশাপাশি চালক তপন দাসের হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এনেস্থেসিস্ট চিকিৎসক সুব্রত নাগ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ প্রায় সঙ্গে সঙ্গে চিকিৎসকের বাড়ি থেকে চালক তপন দাসকে গ্রেফতার করে নিয়ে আসে। 

চিকিৎসক সুব্রত নাগের বাড়ির পরিচারিকা জবা পরামনিক সংবাদমাধ্যম কে জানিয়েছেন, চালক তপন দাস দীর্ঘ প্রায় 20 বছর ধরে চিকিৎসকের ব্যক্তিগত গাড়ি চালায়। বকেয়া বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে মাঝে মধ্যেই মালিক পক্ষের সঙ্গে চালকের কথা কাটাকাটি হতো। এদিন হঠাৎই দুপুরে তপন দাস সরাসরি চিকিৎসকের তিনতলার ঘরে ঢুকে লাঠি নিয়ে বেদম মারধর করতে শুরু করে দেয়। এলোপাথাড়ি মারে জ্ঞান হারান মৌসুমী নাগ। একই সাথে সুব্রত বাবুকেও মারধর করে ওই চালক। পরিচারিকা জানিয়েছেন, তিনিই ফোন করে পুলিশ কে খবর দিলে পুলিশ দ্রুত বাড়িতে পৌঁছে আশংকাজনক অবস্থায় চিকিৎসক এবং তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে মৌসুমী নাগকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। পাশাপাশি গ্রেফতার করা হয় চালক তপন দাসকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});