728x90 AdSpace

Latest News

Wednesday, 9 October 2019

হরিবংশ বর্ধমান দুর্গা সন্মান - ১৯ এর সেরার সেরা সর্বমিলন সংঘ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ফোকাস বেঙ্গল নিউজ ওয়েব পোর্টালের উদ্যোগে তৃতীয় বর্ষ 'হরিবংশ বর্ধমান দুর্গা সন্মান'- ১৯ এর সেরার সেরা পুজোর সন্মান ছিনিয়ে নিলো সর্বমিলন সংঘ। ষষ্ঠীর সন্ধ্যায় বর্ধমান ও বড়শুল এলাকার ৩২ টি পুজো মণ্ডপ পরিক্রমার পর বিচারকমণ্ডলী তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেন।


সেরা প্রতিমার সন্মান দেওয়া হয় তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘকে। সেরা মণ্ডপের সন্মান ছিনিয়ে নেয় আলোমগঞ্জ বারোয়ারি।


সেরা আলোকসজ্জার সন্মান পেয়ে যায় কেসবগঞ্জ বারোয়ারি দুর্গা পুজো কমিটি।


ইছলাবাদ কিরণ সংঘের এবছরের থিম ছিল শিশু শ্রম। বিচারকদের বিচারে কিরণ সংঘের এই ভাবনা কে সেরার সেরা সন্মান জানানো হয়েছে।


পাশাপাশি সেরা পরিবেশের সন্মান পেয়েছে বেলপুকুর কিশোর সংঘ।


সেরা ব্যবস্থাপনার সন্মান পেয়েছে ময়ূরমহল মাতৃ সংঘ।


সর্বোপরি ফোকাস বেঙ্গলই গতবছর থেকে প্রথম চালু করে সেরা শিল্পী কে সন্মান প্রদান। ইদানিং সাবেকিয়ানার পাশাপাশি থিমের রমরমা পুজো মণ্ডপগুলোতে মানুষকে অনেক বেশী আকর্ষিত করছে। কিন্তু এই থিমের মূল কারীগরকেই যদি সন্মান জানানো না হয় তাহলে এই সারদ সন্মানের আয়োজন সম্পূর্ণ হয় না। তাই এবছর দ্বিতীয়বার ফের সেরা শিল্পীর সন্মানে ভূষিত করা হলো বড়শুল ইয়ং মেন্স এসোসিয়েশনের পুজোর শিল্পী অতনু চট্টোপাধ্যায়কে।


সমস্ত পুরস্কার প্রদান করা হয় সপ্তমীর রাতে। বিচারকমন্ডলীর মধ্যে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট নৃত্য শিল্পী পিয়ালী ঘোষ, বিশিষ্ট ইতিহাসবিদ সর্বজিৎ যশ, স্পোর্টস সাংবাদিক তথা ফিল্ম মেকার কে কে মল্লিক এবং বিশিষ্ট চিত্রকর শঙ্কর চট্টোপাধ্যায়।

হরিবংশ বর্ধমান দুর্গা সন্মান - ১৯ এর সেরার সেরা সর্বমিলন সংঘ
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top