Headlines
Loading...
অর্থনীতিতে ফের বাঙালির নোবেল জয়, এক্ষেত্রে সস্ত্রীক

অর্থনীতিতে ফের বাঙালির নোবেল জয়, এক্ষেত্রে সস্ত্রীক


ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক: ফের একবার নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ। অর্মত্য সেনের পর 2019 এর নোবেল পুরস্কার উঠে এলো বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে। একই সাথে বিনায়ক বন্দোপাধ্যায়ের স্ত্রী এসথার ডাফলোরও অর্থনীতি তে নোবেল পেয়েছেন। অর্থাৎ সস্ত্রীক অর্জন করেছেন নোবেল। বিনায়ক বন্দোপাধ্যায়, এসথার ডাফলোর ছাড়াও আরো একজন অর্থনীতিতে নোবেল পেয়েছেন, তাঁর নাম মিশেল ক্রেমার।

58 বছর বয়সী অভিজিৎ বন্দোপাধ্যায় সাউথ পয়েন্ট ও প্রেসিডেন্সি তে পড়াশুনা করেছেন। পি এইচ ডি করেছেন হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অর্থনীতির অধ্যাপক। একই প্রতিষ্ঠানে কর্মরত বিনায়ক বন্দোপাধ্যায়ের স্ত্রী এসথার। তাঁর জন্ম প্যারিসে। 

9 মিলিয়ন অর্থের এই নোবেল পুরস্কার তিনজন বিশ্বমানের অর্থনীতিবিদদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});