
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দীর্ঘ ২২ বছর পর বর্ধমানে অনুষ্ঠিত হল চতুর্দশ সারা বাংলা শব্দছক সম্মেলন। রবিবার বর্ধমানের জাগরী সভাঘরে দক্ষিণবঙ্গের ৮টি জেলা থেকে প্রায় ৬৫জন এই সম্মেলনে যোগ দেন। মূলত অধিকাংশ প্রতিনিধিই ছিলেন পঞ্চাশোর্ধ। বর্ধমান জেলা শব্দছক অনুরাগী সংস্থার সম্পাদক হেমেন্দ্রনাথ সরকার জানিয়েছেন, এদিনের সম্মেলন মূলতই যাঁরা শব্দ তৈরী করেন তাঁরাই অংশ নিয়েছেন। এদিনের সম্মেলনে মন্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, তাৎক্ষণিক শব্দছক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
হেমেন্দ্রবাবু এদিন জানান, শব্দছক যাঁরা পূরণ করেন সেই সংখ্যাটা দিনদিন বাড়লেও শব্দছক নির্মাতাদের সংখ্যা কিন্তু ক্রমশই কমছে। অথচ এই শব্দছক এমন একটি চর্চা যা মানুষকে বহু শব্দের সঙ্গে পরিচয় করায়। জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তোলে। একটা রুচিশীল শিক্ষণীয় সুস্থ সংস্কৃতির পরিচয় বহন করে এই শব্দছক। এদিন শব্দছক সম্মেলনের উদ্বোধন করেন শব্দছকের শিক্ষাগুরু বলে পরিচিত শ্যামদুলাল কুণ্ডু। এদিন প্রবীণ তিন শব্দছক নির্মাতাকে সম্মানিতও করা হয়। হাজির ছিলেন সংস্থার সভাপতি অমল পালিত।
0 comments:
Post a comment