
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ২০১৮ সালে পূর্ব বর্ধমান জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষণা করার পর বেস সার্ভে অনুসারে জেলায় প্রায় ৬৭ হাজার পরিবার শৌচাগার হীন হয়ে রয়েছে। সম্প্রতি ফোকাস বেঙ্গল নিউজ পোর্টালে এই খবর প্রকাশিত হয়। আর এরপরেই রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় গোটা সেপ্টেম্বর মাস জুড়ে এই ৬৭ হাজার পরিবারকে শৌচাগার তৈরী করে দেবার উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ২০১৮ সালে প্রতিটি বাড়িতে বাড়িতে শৌচাগার তৈরী করার পর ফের বেসলাইন সার্ভে শুরু হয়। সেই সার্ভে রিপোর্টে দেখা গেছে, জেলায় প্রায় ৬৭ হাজার পরিবারের কোনো শৌচাগার নেই। এই শৌচাগার নির্মাণের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পাশাপাশি নির্মল পরিবেশ গড়ে তোলার জন্য বিজ্ঞানসম্মত ভাবে বর্জ্য পদার্থ ব্যবহার করা, পানীয় জল ব্যবহার করা সহ এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতে মানব বন্ধন কর্মসুচী গ্রহণ করা হয়েছে।
0 comments:
Post a comment