ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: শনিবার রাতে পুকুরে ছিপ ফেলার অপরাধে এক বৃদ্ধকে গাছে বেধে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পুকুর মালিকের বিরুদ্ধে। ঘটনাটি কালনার মোছড় মৈনাগড় গ্রামের। পুলিশ মৃত জয়দেব ক্ষেত্রপালের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হাসপাতালে পাঠায় । অভিযুক্ত পুকুর মালিক রাম ক্ষেত্রপাল পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে,বেহুলা নদীতে ছিপ দিয়ে মাছ ধরার নেশা ছিল জয়দেব ক্ষেত্রপালের। হঠাৎ গতকাল রাতে সে গ্রামের একটি পুকুরে মাছ ধরতে ছিপ ফেলে। পুকুর মালিক রাম ক্ষেত্রপাল ধরে ফেলে জয়দেব বাবুকে। প্রথমে জামার কলার ধরে মারধর শুরু করে।তার পর তাকে গাছে বেধে বেদম মারধর শুরু করে রাম ক্ষেত্রপাল। মারের জেরে জয়দেব বাবু গুরুতর আহত হয়ে গেলে তার বাড়িতে পাঠিয়ে দেয়। স্থানীয় কয়েকজন আহত জয়দেব ক্ষেত্রপালকে কালনা মহকুমা হসপিটালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় জয়দেব বাবুর। মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই বাড়ি থেকে চম্পট দেয় অভিযুক্ত পুকুর মালিক রাম ক্ষেত্রপাল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।