728x90 AdSpace

Latest News

Tuesday, 17 September 2019

বর্ধমানে এটিকের ফুটবল ম্যানিয়া ঘিরে ব্যাপক উন্মাদনা


এম কৃষ্ণা,বর্ধমান : আগামী 20 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লীগ। আর তার আগে নিজেদের ফ্যান ফলোয়ারদের মাঠমুখী করতে অভিনব উদ্যোগ নিলো বাংলার ফুটবল ফ্রাঞ্চাইজি দল আটলাটিকো কলকাতা (এটিকে)।


মঙ্গলবার বর্ধমানের কল্পতরু মাঠে এটিকে-র অভিনব 'ফুটবল ম্যানিয়া' মাত করল ক্ষুদে ফুটবলার থেকে তরুন ফুটবলার দের ৷ জেলার আট টি দল কে নিয়ে শুধুমাত্র পেনাল্টি শটের মাধ্যমে আয়োজন করলো প্রতিযোগিতা ৷ প্রতিটি দলে পাঁচ জন করে ফুটবলারের সাথে দলে বাধ্যতামূলক  রাখতে হয়েছিলো একজন করে মহিলা ফুটবলার ৷


উল্লেখ্য, বর্ধমানের আগে এটিকে-র এই দল জলপাইগুড়ি, শিলিগুড়ি, বারাসত, ডায়মন্ড হারবারে গিয়ে তাদের ফুটবল সমর্থক বাড়িয়ে নেওয়ার কাজ সেরে রেখেছে ৷ এটিকের এই 'ফুটবল ম্যানিয়া' দলের কনভেনার প্রবাল গুঙ্গুলী জানান, তাদের মূল লক্ষ্যই হলো ফুটবলের নানান কর্মসূচীর মাধ্যমে যুবসমাজ কে ফুটবলের প্রতি আকৃষ্ট করা এবং অবশ্যই ফুটবলকে বাঙ্গালীর ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া ৷ 

বর্ধমানের এই ফুটবল ম্যানিয়া অনুষ্ঠানে এটিকে দলের সঙ্গে মাঠে হাজির ছিলেন কোচ অরুন কুমার ঘোষ, সুমন কুন্ডু, রাজেশ মেহেরা সহ বহু বিশিষ্ট ফুটবলার।
বর্ধমানে এটিকের ফুটবল ম্যানিয়া ঘিরে ব্যাপক উন্মাদনা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top