

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নবান্ন অভিযানে পুলিশের নির্মম লাঠিচার্জ এবং পূর্ব বর্ধমান জেলার ছাত্রী কমঃ পীযূশা বিশ্বাস সহ ২২ জন কমরেডকে প্রেফতারির প্রতিবাদে রবিবার বিকেলে বর্ধমান পার্কাস রোড মোড়ে পুলিশকে গোলাপ ফুল দেওয়া এবং মমতা ব্যানার্জীর কুশপুতুল পোড়ানোর সময় পুলিশ এসএফআই কর্মী এবং নেতাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ করে লাঠিচার্জ করে।এসএফআই জেলা সভাপতি বিশ্বরূপ হাজরা, জেলা সম্পাদক অনির্বান রায়চৌধুরী, রাজ্য কমিটির সদস্য তারক মন্ডল, জেলা কমিটির সদস্য ময়ূখ দফাদার, সৃজন গোস্বামী ও অনিস চৌধুরীকে গ্রেফতার করে। পরে ছেড়ে দেওয়া হয়। রাজ্যের সরকারের পুলিশের এই অগণতান্ত্রিক হিংস্র আক্রমণকে ধিক্কার জানিয়েছে পূর্ব বর্ধমান জেলা এসএফআই।