728x90 AdSpace

Latest News

Monday, 16 September 2019

বর্ধমান পরিবহন দপ্তরে টোটো চালকদের স্মারকলিপি প্রদান


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সোমবার বর্ধমান সদর ইকো রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে জেলা পরিবহন দপ্তরে  স্মারকলিপি প্রদান করা হল। সাত দফা দাবি সম্বলিত এই  স্মারকলিপি জমা করা হয়। পুলিশি জুলুম, সিভিক ভলান্টিয়ারদের অত্যাচার সহ টোটো চালকদের নিরাপত্তার দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়। সোমবার বর্ধমান স্টেশন চত্বর থেকে মিছিল করে আইএনটিটিইউসি নেতা ইফতিকার আহমেদ এর নেতৃত্বে পরিবহন দপ্তরে এসে জমায়েত করে।

ইফতিকার আহমেদ জানান,  সম্প্রতি সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে তা শারদীয় উৎসবের মরসুমে কার্যকর করলে গরিব টোটো চালকরা বিপদে পড়বে। তিনি জানান,প্রশাসন আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করলে গরিব খেটে খাওয়া মানুষগুলো উৎসবের আগে কর্মহীন হবেন না।
বর্ধমান পরিবহন দপ্তরে টোটো চালকদের স্মারকলিপি প্রদান
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top