ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিদ্যুৎ মাশুল 50 শতাংশ হ্রাস, কৃষিতে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও বিদ্যুৎ বিলে ছাড় সহ বেশ কয়েকদফা দাবি নিয়ে সোমবার অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স এ্যসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার পূর্ব বর্ধমানের কার্জন গেট চত্ত্বরে একটি বিক্ষোভ সভার আয়োজন করে। সংগঠনের পক্ষ থেকে এদিন ৭দফা দাবি নিয়ে বর্ধমানের জেলাশাসকের কাছে স্বারকলিপিও পেশ করেন তারা।
বর্ধমানে কৃষকদের স্বার্থে এবেকা এর ডেপুটেশন

- Title : বর্ধমানে কৃষকদের স্বার্থে এবেকা এর ডেপুটেশন
- Posted by :
- Date : September 16, 2019
- Labels : latest, state, জেলা, রাজ্য
0 comments:
Post a comment