728x90 AdSpace

Latest News

Sunday, 15 September 2019

বর্ধমানে অখিল ভারত ভাই ভাগবত সংঘের প্রতিষ্ঠাতার জীবনাবসানে স্মরণসভা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত সংস্কৃত অধ্যাপক তথা ধর্মগুরু হেমন্ত কুমার মুখোপাধ্যায় ওরফে অখিল ভারত ভাই ভাগবত সংঘের প্রতিষ্ঠাতার মৃত্যুতে স্মরণসভার আয়োজন করল ওই ধর্মীয় সংগঠন। পূর্ব বর্ধমানের ভাতার থানার রায়রামচন্দ্রপুর আশ্রমে আগামী বুধবার এই স্মরণসভার আয়োজন করা হয়েছে। 

ওই সংঘের সভাপতি ডা. আশীষ রঞ্জন বন্দোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তাঁদের এই সংঘের সদস্য সংখ্যা প্রায় ৮২ হাজার। তিনি জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে হেমন্ত কুমার মুখোপাধ্যায় ৯২ বছর বয়সে পরলোকগমন করেন। সংস্কৃত চতুষ্পাঠীতে তিনি ৬টি ভাষায় স্বর্ণপদক লাভ করেন। ১৯৯৩ সালে তত্কালীন রাষ্ট্রপতির কাছ থেকে সংস্কৃত অধ্যাপক হিসাবে রাষ্ট্রপতি পুরষ্কার লাভ করেন। ১৯৭৪ সাল থেকে অবিবাহিত হেমন্ত কুমার মুখোপাধ্যায় আশ্রমিক জীবন যাপন শুরু করেন। পিতৃভিটে রায়রামচন্দ্রপুরে গড়ে তোলেন আশ্রম।
বর্ধমানে অখিল ভারত ভাই ভাগবত সংঘের প্রতিষ্ঠাতার জীবনাবসানে স্মরণসভা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top