728x90 AdSpace

Latest News

Tuesday, 3 September 2019

প্রভুর সেবায় নাকি ব্যস্ত বাহন, খাদ্যের অভাবে আইসির ঘরের সামনে অবস্থানে বিড়াল !


ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ শাস্ত্রমতে গত দুদিন ধরে শহরজুড়ে সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা চলছে।ভগবান গণেশের বাহন ইঁদুর।আর সেই জন্যই নাকি এই দুদিন যত্রতত্র ইঁদুরদের দেখা পাওয়া যাচ্ছে না। তারাও নাকি প্রভুর সেবায় ব্যস্ত। কিন্তু তাবলে তো আর পেট মানবে না। খাদ্য আর খাদকের সম্পর্ক থেমে থাকবে না। আর তাই খাদ্যের অভাব বোধ করায় এবার রীতিমত অবস্থানে বসে পড়লো বিড়াল। তাও আবার খোদ বর্ধমান সদর থানার আইসির ঘরের সামনে। 

আর এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক থানার অফিসার থেকে অন্যান্য কর্মীরা। যদিও থানার পুলিশ কর্মীরা বিষয়টিকে এই ভাবে ভাবতে নারাজ। থানারই এক পুলিশ কর্মীর মতে বিড়ালটি প্রায়ই সেখানে এসে বসে থাকে। এর মধ্যে অন্য কোনো বিষয় নেই। তবে এরই মাঝে অনেকে মজা করে গণেশের বাহন ইঁদুরের উৎপাত ইদানিং কমে যাওয়ার বিষয়টিকে এড়িয়ে যেতে পারেননি।তবে মঙ্গলবার এইভাবে নিশ্চিন্তে খোদ আইসি সাহেবের ঘরের সামনে নির্বিকার চিত্তে বিড়াল বাবাজীবনকে বসে থাকতে দেখে ইঁদুর তত্ত্বই সবার মুখে মুখে ঘোরে।এখন দেখার, গণেশ ঠাকুর বিসর্জনের পরেও এই একই দৃশ্য দেখতে পাওয়া যায় কিনা।   
প্রভুর সেবায় নাকি ব্যস্ত বাহন, খাদ্যের অভাবে আইসির ঘরের সামনে অবস্থানে বিড়াল !
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top