Headlines
Loading...
প্রয়াণ দিবসেই কবিগুরুর গলায় পড়ল না কোনো মালা, চর্চা বর্ধমানে

প্রয়াণ দিবসেই কবিগুরুর গলায় পড়ল না কোনো মালা, চর্চা বর্ধমানে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বৃহস্পতিবার কবিগুরুর মৃত্যুবার্ষিক পালনে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পূর্ব বর্ধমান জেলাতেও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে কবিগুরুর ৭৮তম মৃত্যু বার্ষিকী পালিত হল। হাজির ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল সহ জেলা প্রশাসনের কর্তারাও। 

কিন্তু এরই মাঝে বর্ধমান জেলার রবীন্দ্রনুরাগীদের বিরুদ্ধে উঠল প্রশ্ন। খোদ ঐতিহাসিক বর্ধমান টাউন হলেই রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে পড়ল না কোনো মালা। কেউ দিলেন কোনো ফুলও। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমত খুদ্ধ শহরবাসী। বর্ধমান টাউন হলে নিত্য যাতায়াতকারীদের অনেকেই জানিয়েছেন, শহরের এই ঐতিহ্যবাহী প্রাঙ্গনের দেখভালের দায়িত্তে রয়েছেন পৌরসভা কতৃক নিয়োজিত একাধিক কেয়ারটেকার। তারপরেও কিভাবে বছরের এমন একটি গুরুত্বপূর্ণ দিনে খোদ কবিগুরু অবহেলিত থেকে যায়, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী।

0 Comments: