Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলার সিভিল ডিফেন্স ভলেণ্টিয়ারদের স্মারকলিপি

পূর্ব বর্ধমান জেলার সিভিল ডিফেন্স ভলেণ্টিয়ারদের স্মারকলিপি


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিপর্যয় মোকাবিলা দপ্তরের মত গুরুত্বপূর্ণ এবং জীবনের ঝুঁকি বহুল কাজে নিয়োজিত হলেও তাঁদের এখনো রিস্ক এলাউন্স দেওয়া হয়না। মঙ্গলবার এইরকম ৭ দফা দাবীকে সামনে রেখে পুর্ব বর্ধমান জেলার প্রায় ৪০০ সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা স্মারকলিপি দিলেন জেলা শাসকের কাছে। দাবীগুলির মধ্যে রয়েছে প্রশিক্ষণের ভিত্তিতে সারা মাসের কাজের ব্যবস্থা করা, তাঁদের ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভের ব্যবস্থা করা, ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান করা,অবসরকালীন সুযোগ সুবিধা প্রদান করা, তাঁদের এইচ আর এম এসের অধীনে নিয়ে আসা, নিয়োগের ক্ষেত্রে বয়স ও উচ্চতা দেখা প্রভৃতি।

0 Comments: