
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ নাকাচেকিংয়ে বোমা সহ এক দুস্কৃতিকে গ্রেপ্তার করলো আউশগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম মিনারুল সেখ। বাড়ি বীরভূমের নানুর থানার বাসাপাড়া গ্রামে। শনিবার বিকালে পূর্ব বর্ধমান এবং বীরভূম সীমান্তের অজয় নদের অবনসেতুতে আউশগ্রাম থানার ছোড়া ফাঁড়ির পুলিশ নাকাচেকিং করছিলো। সেই সময় ধৃত মিনারুল বাইক নিয়ে সেতু পার হচ্ছিলেন। পুলিশ দেখে সে বাইকের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে ভেদিয়ায় রেলের আণ্ডারপাশে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে একটি ব্যাগ থেকে পাঁচটি তাজা বোম ও পাঁচশো গ্রাম বোমা তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে পুলিশ। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।
ছবি - ইন্টারনেট
0 comments:
Post a comment