
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান শহরের নেহেরু বিদ্যামন্দির হিন্দি হাইস্কুলের দুটি শ্রেণির ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে ঝামেলায় বহিরাগতদের স্কুলের মধ্যে ঢুকে তান্ডব চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। কিভাবে স্কুলের মধ্যে বহিরাগতরা ঢুকলো তা নিয়ে আতংক সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রী মহলে।
ছাত্রছাত্রীদের অভিযোগ, বুধবার অষ্টম এবং দশম শ্রেণীর কয়েকজন ছাত্রীর মধ্যে ঝামেলা বাধে। এরপর একদল ছাত্র গোটা বিষয়টি লক্ষ্মীপুর মাঠ, মেহেদিবাগান এলাকায় জানায়। এরপরই সেখান থেকে বহিরাগতরা স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় রীতিমত আতংক সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রী মহলে। জানা গেছে, বুধবার স্কুলে দুটি শ্রেণীর ছাত্রীদের মধ্যে এই ঝামেলায় দুই শ্রেণীর ছাত্রীদের ডেকেই শিক্ষক শাসন করেন। গোটা বিষয়টি ছাত্রীরা তাদের অভিভাবকদের জানালে অভিভাবকরা আরও বহিরাগতদের নিয়ে এসে চড়াও হন স্কুলে। ভাঙচুর চালানো হয় স্কুলে। খবর পেয়ে বর্ধমান থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
0 comments:
Post a comment