728x90 AdSpace

Latest News

Monday, 19 August 2019

বর্ধমানে বিদ্যাসাগরের মূর্তি বসানোর জন্য আবেদন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান শহরে বিদ্যাসাগরের মুর্তি বসানোর আবেদন জানালো বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি। কমিটির সম্পাদক প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হক জানিয়েছেন, সোমবার তাঁরা জেলাশাসকের কাছে ৪ টি দাবী জানিয়েছেন। এর মধ্যে রয়েছে বর্ধমান শহরে বিদ্যাসাগরের একটি মুর্তি স্থাপন, বিদ্যাসাগর স্মৃতি বিজড়িত শ্যামসায়রকে দখল মুক্ত করে বিদ্যাসাগরের নামে ওই পুকুরের নামকরণ করা, বর্ধমান শহরের গুডসেড রোড এবং গোলাপবাগের রাস্তাকে বিদ্যাসাগরের নামে করা সহ বিদ্যাসাগর পার্কাস রোডের যে বাড়িতে থাকতেন এবং ওই বাড়ি সহ যে পুকুরে তিনি স্নান করতেন সেই পুকুরকে উদ্ধার করে বিদ্যাসাগরের নামে করার দাবী জানানো হয়েছে। সাইদুলবাবু জানিয়েছেন,বিদ্যাসাগরের মুর্তি তাঁরা নিজেদের খরচেই বসাবেন, কিন্তু তার অনুমতির জন্য এদিন জেলাশাসকের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন। জেলাশাসক সমস্ত বিষয় শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিস্রুতি দিয়েছেন।
বর্ধমানে বিদ্যাসাগরের মূর্তি বসানোর জন্য আবেদন
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top