728x90 AdSpace

Latest News

Wednesday, 7 August 2019

বর্ধমান ষ্টেশনে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৯ বিজেপি সমর্থকফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মঙ্গলবার বর্ধমান ষ্টেশনে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ একতরফাভাবেই বিজেপি নেতা বিশ্বজিত সেন ওরফে খোকন সেন সহ মোট ২৯জনকে গ্রেপ্তার করল। এদের মধ্যে ৪জন মহিলাও রয়েছে। মহিলাদের মধ্যে একজন এদিনই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২৮জনকে এদিন সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়া, সরকারী কর্মীকে কাজে বাধা দেওয়া প্রভৃতি একাধিক ধারায় মামলা করা হয়। তদন্তের স্বার্থে এদিন বিশ্বজিত সেন সহ মোট ৩জনকে পাঁচ দিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়। 

উল্লেখ্য, মঙ্গলবারের ঘটনায় পুলিশ একতরফাভাবেই বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করায় এবং ধৃত খোকন সেনকে প্রকাশ্যে বর্ধমান থানার আই সি বেপরোয়া মারধোর করায় এদিন ভরাভর্তি আদালত চত্বরে পুলিশকে উদ্দেশ্য করে শ্লোগান দেয় বিজেপি সমর্থকরা। এদিন ধৃতদের আদালতে ২টি প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়। সেই সময় পুলিশের গাড়ির সামনেও বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের ভিতরে ধৃতদের নিয়ে যেতে পুলিশ কে রীতিমত হিমশিম খেতে হয়।
বর্ধমান ষ্টেশনে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২৯ বিজেপি সমর্থক
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top