Headlines
Loading...
এবার সিপিএম নেতার নামে কাটমানির পোষ্টার বর্ধমানের হাটগোবিন্দপুরে

এবার সিপিএম নেতার নামে কাটমানির পোষ্টার বর্ধমানের হাটগোবিন্দপুরে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বিভিন্ন জায়গায় এতদিন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কাটমানির পোষ্টার কিংবা সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ব্ল্যাক মানির পোষ্টার পড়লেও সিপিএম নেতাদের নামে কোনো পোষ্টার পড়েনি। এবার সরাসরি সিপিএম নেতাদের নামে কাটমানির পোষ্টার পড়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বর্ধমান সদর ২নং ব্লকের হাটগোবিন্দপুর এলাকায় সিপিএমের জেলা কমিটির সদস্য গণেশ চৌধুরীর নামে কাটমানির পোষ্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।

বৃহস্পতিবার সকালে হাটগোবিন্দপুরের বাজার এলাকায় সাধারণ মানুষের চোখে পড়ে পোষ্টারগুলি। পোষ্টারে সিপিএম নেতা গণেশ চৌধুরীর নামে লেখা হয়েছে তিনি হাটগোবিন্দপুরের একটি মার্কেট কমপ্লেক্স নির্মাণের সময় সেখান থেকে ২০০ বস্তা সিমেণ্ট এবং বালি নিয়ে নিজের বাড়ি তৈরী করেছেন। এমনকি তাঁর গোডাউনেই মজুত করা হয়েছিল সেই সিমেণ্ট। জনৈক বিবেক রায়ের নামে এই পোষ্টার দেওয়া হয়েছে। যদিও সিপিএম নেতা গণেশ চৌধুরী জানিয়েছেন, ষড়যন্ত্র করে তাঁকে কলুষিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই নোংরামি করেছে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা বলে দাবী করেছেন গনেশ বাবু।

0 Comments: