Headlines
Loading...


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বৃহস্পতিবার বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকায় "পৌষালী" মিলন উৎসব কমিটির উদ্যোগে ও সেভ ট্রি, সেভ ওয়ার্ল্ড এর সহযোগীতায় বিশ্ব উষ্ণায়ন নয়, চাই সুবজায়ন এই শ্লোগানকে সামনে রেখে এক হাজার বৃক্ষ রোপন এবং বৃক্ষ দানের আয়োজন করা হল। পথচলতি মানুষদের হাতে ১০০০ টি চারা গাছ তুলে দেওয়া হয়। এছাড়াও গাছ তুলে দেওয়া হয় কয়েকটি বিদ্যালয় ও সংস্থাকে। গাছ ছাড়াও জলের অপচয় ও জল সংরক্ষণ নিয়ে নাগরিকদের সচেতন করা হয়।

 
এই কর্মসূচীর উদ্বোধন করেন বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ। আশ্রমের বাগানে লাগানো হয় চারাগাছ। অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মোহাম্মদ আলী, নাগরিক কমিটির সম্পাদক নূরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক চন্দ্রচূড় নাগ,সেভ ট্রী - সেভ ওয়ার্ল্ড এর সম্পাদক আবু আজাদ সহ অনান্যরা। 

0 Comments: