Headlines
Loading...
বিজেপি কর্মীর গলায় ক্ষুর, ধৃত ১

বিজেপি কর্মীর গলায় ক্ষুর, ধৃত ১


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বিজেপি কর্মীর গলায় ব্লেড চালানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নাম নাডুগোপাল সিং। তার বাড়ি রায়না থানার ছোটগোপীনাথপুরে। শনিবার ক্যানেলপুলে বসে থাকার সময় আচমকা পিছন থেকে নাডুগোপাল সিং বিজেপি কর্মী মিঠুন মণ্ডলের গলায় ক্ষুর চালায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে সেহারাবাজারের একটি নার্সিংহোমে এবং পরে বর্ধমা্নে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় স্থানীয় মানুষজনই নাড়ুগোপালকে ধরে ফেলে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতকে সোমবার আদালতে তোলা হলে বিচারক তাকে দুদিনের পুলিশী হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

0 Comments: