Headlines
Loading...
৮ বছর পর বর্ধমানে খুলল সিআইটিইউ - এর অফিস

৮ বছর পর বর্ধমানে খুলল সিআইটিইউ - এর অফিস


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির উত্থানকে হাতিয়ার করে ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সিপিএম। গত লোকসভা নির্বাচনের পর থেকেই পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি বর্ধমান শহর এবং শহর লাগোয়া একাধিক সিপিএমের বন্ধ থাকা অফিস খোলা হয়েছিল। আর রবিবার খোলা হল বর্ধমানের বিজয়রামে বর্ধমান সদর ১নং সিটু অফিস।

এদিন উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য নেতা অশোক ঘোষ, বর্ধমান ১ সিআইটিইউ আহ্বায়ক মৃণাল কর্মকার, সিটু নেতা মেহবুব আলম সহ অন্যান্যরা। এছাড়াও হাজির ছিলেন প্রায় ৩০০ জন কর্মী সমর্থক। সিটু নেতৃত্ব এদিন জানিয়েছেন,২০১১ সালের মে মাস থেকে বন্ধ করে দেওয়া হয় এই অফিসটি। মাঝে প্রয়াত সিপিএম বিধায়ক প্রদীপ তা এই অফিস খোলার চেষ্টা করলেও তৃণমূলের বাধায় তা ফের বন্ধ হয়ে যায়। প্রায় ৮ বছর পর রবিবার খুললো সিআইটিইউ -এর এই বর্ধমান সদর অফিস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});