728x90 AdSpace

Latest News

Sunday, 9 June 2019

পথচলা শুরু হলো বর্ধমান ব্যাডমিন্টন একাডেমীরফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ দীর্ঘদিনের আশা পূরন হলো ৷ নতুন রঙের প্রলেপ দেওয়া নতুন কোর্টে মেতে উঠলো ক্ষুদেরা ৷ আনুষ্ঠানিক ভাবে শুরু হলো বর্ধমান ইন্ডোর ব্যাডমিন্টন একাডেমীর ৷ বর্ধমান লোকো কমিউনিটি হলে এই একাডেমীর আনুষ্ঠানিক সূচনা করেন বর্ধমান রেলওয়ে স্টেশন মাষ্টার স্বপন অধিকারী ৷ ছিলেন এই প্রশিক্ষণ শিবিরের সদস্য রতন দাস, একাডেমীর কোচ প্রাক্তন জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সম্রাট দাস, সহকারি কোচ চিরঞ্জিত সাম প্রমুখ ৷ দীর্ঘ চার বছর পর মিললো এই আধুনিক কোর্ট ৷ আপাতত জনা ৫০ ক্ষুদে এই একাডেমীতে তালিম নিচ্ছেন ৷ ভাল কিছু করার স্বপ্ন নিয়ে নতুন করে শুরু হল এই একাডেমীর পথ চলা ৷ ক্রিকেট, ফুটবলের পাশাপাশি ব্যাডমিন্টন নিয়ে ক্ষুদেদের ভবিষ্যৎ তৈরি করার এই প্রচেষ্টা ভবিষ্যতে সফল হবে বলেই আশা প্রকাশ করেছেন কত্রিপক্ষ। 
পথচলা শুরু হলো বর্ধমান ব্যাডমিন্টন একাডেমীর
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top