728x90 AdSpace

Latest News

Tuesday, 4 June 2019

কলকাতায় সুজুকির নয়া দুটি মোটরসাইকেল উদ্বোধনসপ্তর্ষি সিংহ,কলকাতাঃ দেশের মোটসাইকেলের বাজরে অন্যতম নাম মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা সুজুকি ইণ্ডিয়া। এবার এই কোম্পানির আধুনিক ডিজাইনের নয়া দুটি মডেল জিক্সার এসএফ ২৫০ ও জিক্সার এসএফ এর উদ্বোধন হল কলকাতার বাজারে। শহরের এক রেস্তোরাঁয় সংস্থার সেলস বিভাগের ন্যাশনাল হেড দীপক মুত্রেজা ও প্রোডাক্ট প্ল্যানিংয়ের জেনারেল ম্যানেজার ওয়াইশিকি হারাডার উপস্থিতিতে কলকাতার বাইকপ্রেমীদের কাছে আধুনিক এই দুটি মডেলের আত্মপ্রকাশ ঘটল। 

জিক্সার ২৫০ মডেলের দুটি রং মেটালিক ম্যাট প্ল্যাটিনাম সিলভার এবং মেটালিক ম্যাট ব্ল্যাক। যার বর্তমান বাজার মূল্য ১,৭০,৬৫৫ টাকা এবং ১,০৯,৮৭০ টাকা। 
কলকাতায় সুজুকির নয়া দুটি মোটরসাইকেল উদ্বোধন
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top