Headlines
Loading...
শিখ গুরু গুরুনানকের ৫৫০ তম জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রা ও গ্রন্থসাহেব এল বর্ধমানে

শিখ গুরু গুরুনানকের ৫৫০ তম জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রা ও গ্রন্থসাহেব এল বর্ধমানে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ আগামী অক্টোবর মাসে শিখ গুরু গুরুনানকের ৫৫০ তম জন্মদিবসকে গোটা ভারতবর্ষ জুড়ে ধুমধাম করে পালনের লক্ষ্যে গুরু নানকের নিজের হাতে লেখা শিখ ধর্মের ধর্মগ্রন্থ গ্রন্থসাহেবকে নিয়ে শোভাযাত্রা শনিবার বর্ধমান শহরে এল।


বর্ধমান গুরুদোয়ারা প্রবন্ধক সমিতির ভাইস প্রেসিডেন্ট মহেন্দ্র সিং সালুজা জানিয়েছেন, পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে এই প্রথম গুরু নানকের নিজের হাতের লেখা গ্রন্থসাহেবকে নিয়ে শোভাযাত্রা ২১ টি রাজ্য ঘুরল।গত ২ জুন পাঞ্জাব থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছিল। আগামী ৭ জুলাই ৮০ জনের এই শোভাযাত্রার সদস্যরা ফের ভারতবর্ষ ঘুরে পৌঁছাবেন স্বর্ণমন্দিরে। শনিবার বর্ধমান শহরের তিনকোণিয়া গুরুদোয়ারায় আসা এই পবিত্র গ্রন্থকে দেখতে শিখ সম্প্রদায়ের মানুষের ভিড় উপচে পড়ে।

0 Comments: