728x90 AdSpace

Latest News

Wednesday, 8 May 2019

আইএসসি পরীক্ষায় জেলায় প্রথম সম্বৃতা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ আই এস সি বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সেরা চারটি বিষয়ের ৪০০-র মধ্যে ৩৯৬ নাম্বার পেয়ে নজীর গড়ল বর্ধমান শহরের জগৎ বেড় কালাচাঁদতলার বাসিন্দা সম্বৃতা ভট্টাচার্য। সম্বৃতা বর্ধমানের সেণ্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী। বাবা অনন্য ভট্টাচার্য হুগলী মহসিন কলেজের বাংলার অধ্যাপক এবং মা বিপাশা সরকার মেমারী বি এম ইনষ্টিটিউশনের বাংলার শিক্ষিকা।

বাবা ও মা উভয়েই বাংলার শিক্ষিকা হলেও একেবারেই ছোট থেকে সম্বৃতা ইংরাজী মাধ্যমেই পড়াশোনা করেছে। এবারের আইএসসি পরীক্ষায় তার ফলাফল নিয়ে রীতিমত খুশী গোটা পরিবার। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থানের পাশাপাশি সর্বভারতীয় স্তরেও ১ থেকে ৫ এর মধ্যে স্থান পাবার আশা করছে সম্বৃতা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে ভাল বাসে সে। ভবিষ্যতে বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী সম্বৃতা চায় ইংরাজী নিয়ে অধ্যাপনার পাশাপাশি ফিল্ম দুনিয়ায় ভাল স্ক্রিপ্ট রাইটার হতে।
আইএসসি পরীক্ষায় জেলায় প্রথম সম্বৃতা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top