728x90 AdSpace

Latest News

Friday, 3 May 2019

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম প্লাষ্টিক সার্জারী সাফল্য!


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান মে়ডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই প্রথম ম্যালিগন্যাণ্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর সফল প্লাষ্টিক সার্জারী করলেন চিকিৎসকরা। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার চল্লিশোর্ধ এক বাসিন্দার নিচের ঠোট ম্যালিগন্যাণ্ট ক্যান্সারে আক্রান্ত হয়। দীর্ঘ ৮ মাস বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও ওই ব্যাক্তি সুস্থ হচ্ছিলেন না। গত মঙ্গলবার টানা ৯ ঘন্টা ধরে ১৪ জনের টিম গঠন করে এই সার্জারি করা হয়। ১৪ জনের টিমে প্লাস্টিক সার্জারি বিভাগের ১ জন, নাক-কান-গলা বিভাগের ৮ জন ও অ্যানাসথেসিস-এর ৫ জন চিকিৎসক ছিলেন। এই ধরনের সফল অস্ত্রোপচার এবং সেখানে সফল প্লাষ্টিক সার্জারী এই প্রথম করা হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ৮ মাস ধরে দক্ষিণ দামোদর এলাকার বছর চল্লিশের এক ব্যক্তি ম্যালিগনেন্ট ক্যান্সারে ভূগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসার পরও সুস্থ হন নি তিনি। এরপর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসার জন্য আসেন তিনি। তাঁকে নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সকাল ১০টায় অস্ত্রোপচার শুরু হয়। রোগীর ঠোঁটের নীচে ঘায়ের জায়গাটি কেটে হাতের চামড়া নিয়ে ঠোঁটের জায়গাটি পূরণ করা হয়। প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক কুশল আনন্দ, নাক-কান-গলা বিভাগের ডাঃ গণেশ গাইনের টিম ও অ্যানাসথেসিস বিভাগের ডাঃ সুস্মিতা ভট্টাচার্যের টিম মিলে এই অস্ত্রোপচার করেন। আপাতত রোগীকে ৭দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগী বর্তমানে সুস্থ আছেন।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম প্লাষ্টিক সার্জারী সাফল্য!
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top