728x90 AdSpace

Latest News

Friday, 3 May 2019

অঙ্গনওয়াড়ির খাবারে টিকটিকি, অসুস্থ ৬ শিশুফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ শুক্রবার সকালে বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর সুভাষপল্লী পাঞ্জাবী পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি পড়ায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়ল। আতংকিত হয়ে ৬ জন শিশুকে বমি করার উপসর্গ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়েও দেওয়া হয়। 

জানা গেছে, শুক্রবার দুপুরে অন্যান্যদিনের মতই দুপুরে খাবার দেওয়া হয়। এদিনের মেনু ছিল ভাত, আলুর তরকারি এবং ডিম। যথারীতি শিশুদের মধ্যে তা দেওয়ার পর অনেক শিশুই তা খায়। এরই মাঝে প্রতিমা লেট নামে এক অভিভাবিকা এসে জানান,খাবারে মরা টিকটিকি রয়েছে। এরপরই ব্যাপক আতংক ছড়ায়। এই আতংকে অনেক শিশুই বমি করতে শুরু করে। তাদের মধ্যে ৬জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরা হল ৪ বছরের মিমি লেট, ৯ বছরের রুপম দাস, ৪ বছরের প্রীতম দাস, ৪ বছরের অংশু লেট, ৩ বছরের অন্বেষা লেট এবং ১০ বছরের নন্দিনী বাউরী। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়েও দেওয়া হয়। এব্যাপারে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিডিপিও আশীষ চক্রবর্তী জানিয়েছেন, তিনি ঘটনার কথা শুনেই গোটা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
অঙ্গনওয়াড়ির খাবারে টিকটিকি, অসুস্থ ৬ শিশু
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top