728x90 AdSpace

Latest News

Saturday, 6 April 2019

শহরে জাপানী আইওয়্যার সংস্থা ওনডেজ-এর প্রথম বিপনির সূচনা


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ শহরের ফ্যাশন-দুরস্ত মানুষের কাছে স্টাইলিস্ট চশমা এক অন্যতম আকর্ষণ। আসন্ন গ্রীষ্মের হাত থেকে রক্ষা কিংবা চোখের সুরক্ষার জন্য আধুনিক চশমার সম্ভার নিয়ে এল জাপানী আইওয়্যার সংস্থা ওনডেজ। সংস্থার পক্ষ থেকে শনিবার দক্ষিন কলকাতার এক শপিং মলে শহরে প্রথম নিজস্ব বিপনির সূচনা হল। এদিন উন্মোচন করেন নবাগত অভিনেত্রী শ্রীনন্দাশংঙ্কর। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সিইও তাকিসি উমিয়ামা ও বিজনেস হেড তাতসুয়া কাগা। সংস্থার পক্ষ থেকে জানান হয়, ভারতে নিজস্ব বানিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ৩টি বিপনির সূচনা করা হয়ছে। যার মধ্যে হায়দ্রাবাদ, চেন্নাইয়ের পর কলকাতায় তৃতীয় এই বিপনির সূচনা হল। আধুনিক ডিজাইন ও উন্নতমানের এই চশমাগুলো শহরের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এই বিপনির সূচনা বলে জানান হয়। ২,৯০০ টাকা থেকে শুরু হচ্ছে এই আকর্ষণীও চশমার নূন্যতম মূল্য।

শহরে জাপানী আইওয়্যার সংস্থা ওনডেজ-এর প্রথম বিপনির সূচনা
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top