
ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া,ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার লিখিত প্রতিশ্রুতি দেবার দাবি জানিয়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন ভোট কর্মীরা।এমনকি যতক্ষন পর্যন্ত লিখিত প্রতিশ্রুতি না দেওয়া হয় ততক্ষন পর্যন্ত ট্রেনিং বয়কট চলবে বলেও বিক্ষোভকারী ভোট কর্মীরা দাবী করেন।
রবিবার আরামবাগ গার্লস ও বয়েজ স্কুলে ভোট কর্মীদের ট্রেনিং হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সমস্ত কর্মীরা হাজির হওয়া মাত্রই সকলে মিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সামনেই চরম বিক্ষোভ ও বয়কট চলে।
ট্রেনিং করতে আসা ভোট কর্মী ননীগোপাল বাবুর বক্তব্য,গত পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মী রাজ কুমার রায়ের মৃত্যু হয়। অথচ তার পরিবারের এখনও কোন ব্যবস্থা হয়নি। পরিবারের পাশেও কেউ নেই। তাই যতক্ষন না পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত হয় ও প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয় তার দাবি জানিয়েই এদিনের এই বিক্ষোভ ও ট্রেনিং বয়কট। হাতে প্ল্যাকার্ড, পোষ্টার নিয়ে তারা রীতিমত স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। যদিও এদিন প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের স্কুলের ভিতর ঢুকতে দেওয়া হয়নি।
0 comments:
Post a comment